আর্কাইভ থেকে এশিয়া

সরকারি কর্মকর্তাদের ক্ষমা ঘোষণা করেছে তালেবান

আফগানিস্তানের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সদ্য ক্ষমতা দখল করা সশস্ত্র গোষ্ঠী তালেবান। সাধারণ ক্ষমা ঘোষণার পর সরকারি তাদের পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে কাজে যোগদানেরও আহ্বান জানায় তারা। ঝড়ো বেগে পুরো আফগানিস্তান দখলের দুইদিন পর আজ মঙ্গলবার এই আহ্বান জানালো দেশটির সশস্ত্র গোষ্ঠি।

এএফপির উদ্বৃতি দিয়ে ব্রিটেনের গণমাধ্যম বিবিসি জানিয়েছে, তালেবানের এক বিবৃতিতে বলা হয়, সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। আপনাদের সবার স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবন শুরু করা উচিত।

তালেবান কাবুল দখলের পর পশ্চিমা বাহিনীসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন আতঙ্কজনক পরিস্থিতির মধ্যেই সাধারণ ক্ষমার ঘোষণা এলো।

এদিকে, কাবুল থেকে বিদেশি কূটনীতিকদের ফিরিয়ে নিতে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু হয়েছে। গতকাল সোমবার রাতে ফ্লাইট বন্ধ রাখা হয়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন