নির্বাসনে থাকতে চান না ঘানি, কাবুলে ফেরার আলোচনা চলছে
এখন আমি এখন সংযুক্ত আরব আমিরাতে আছি। আফগানিস্তান ছেড়েছি বলে রক্তপাত ও সংঘাত বন্ধ হয়েছে। ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ তথ্য দিয়েছেন আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তালেবানের ক্ষমতা দখলের কারণে গেল রোববার দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি। ফরাসি সংবাদ সংস্থা এএফপির উদ্বৃতি দিয়ে এসব তথ্য জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
ডন জানায়, কাবুল ছাড়ার পর এই প্রথম কথা বললেন আশরাফ ঘানি। তিনি বলেছেন, নির্বাসনে থেকে যাওয়ার ইচ্ছা তার নেই। আফগানিস্তানে ফিরতে চান তিনি, এ বিষয়ে আলোচনা চলছে।
সদ্য ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট ঘানি বলেন, আমি কাবুলে থেকে গেলে ব্যাপক রক্তপাত দেখতে হতো। সরকারি কর্মকর্তাদের পরামর্শে দেশ ছেড়েছেন তিনি। ভিডিও বার্তায় প্রেসিডেন্সিয়াল প্যালেস ছাড়ার সময় বিপুল অর্থ সঙ্গে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ ঘানি।
গেল রোববার তালেবানের হঠাৎ কাবুলে প্রবেশে কোনো কিছু না জানিয়ে দেশ ছাড়েন আশরাফ ঘানি। এতে ব্যাপক সমালোচনা করেন তার সরকারের মন্ত্রীরা।
সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে তালেবানের আলোচনায় বসার বিষয়টি সমর্থন করার কথা জানিয়েছেন আশরাফ ঘানি।
এর আগে গতকাল বুধবার এক বিবৃতির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকার জানায়, মানবিক দিক বিবেচনা করে আশরাফ ঘানিকে আশ্রয় দেওয়া হয়েছে।
২০১৪ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট নিযুক্ত হন আশরাফ ঘানি। তার আগে দেশটির প্রেসিডেন্ট ছিলেন হামিদ কারজাই। নিজেদের শাসনকালে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর মিত্র হিসেবে কাজ করেছেন দুইজনই।
এসএন