আর্কাইভ থেকে বাংলাদেশ

স্বাস্থ্যবিধি মেনে খুললো পর্যটনকেন্দ্রের দুয়ার

 টানা লকডাউন শেষে আজ থেকে খোলা, দেশের সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। তবে এখনও করোনায় সংক্রম উধ্বগামী থাকায় এসব জায়গায় ধারণক্ষমতার অর্ধেক দর্শণার্থী প্রবেশ করানোর নির্দেশনা দেয়া হয়েছে। 

গেলো ১১ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

সরকারি সিদ্ধান্ত অমান্য করে অবশ্য গত ১১ আগস্টের পর থেকেই কক্সবাজার ও সিলেট, বান্দরবানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে। 

যদি কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জীবিকা ও অর্থনীতির কথা চিন্তা করে পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এতে করোনার কারণে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। হোটেল মোটেল ও রিসোর্টগুলো সরকারের নির্দেশনা সঠিকভাবে পরিপালন করছে কিনা স্থানীয় প্রশাসন সেগুলো শক্তভাবে মনিটরিং করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন