আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তাকর্মী আনসার বাহিনী সদস্যদের গুলিতে আওয়ামী লীগ নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হওয়ার ঘটনায় বিচারের দাবীতে কয়েক ঘন্টায় বন্ধ থাকার পর স্থানীয় ও দূরপাল্লার সব রুটের লঞ্চ, বাস ও মাহেন্দ্রা চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট)  দুপুরের বাস ও লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন  বরিশাল মহানগর শ্রমিকলীগের সাধারন সম্পাদক ও রূপাতলি জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস।

তিনি জানান, বুধবার (১৮ আগস্ট) রাতে সদর উপজেলা পরিষদ এলাকায় অবৈধ ব্যানার উচ্ছেদে যান বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মীরা। এ সময় ইউএনওর উপস্থিতিতে তাদের ওপর গুলি চালান আনসার সদস্যরা।

খবর পেয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সেখানে গেলে তাকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয়, তবে গুলি তার গায়ে জ্যাকেট থাকায় গুলিবিদ্ধ হয়নি। তবে মেয়র তিনি শরীরে অনেক ব্যথা পেয়েছেন।  এ সময় সিটি করপোরেশনের প্যানেল মেয়র, কর্মকর্তা, বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহম্মেদ শাহারিয়ার বাবুসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বহু নেতাকর্মী আহত হয়েছেন।

তাই ইউএনওর বিচারের দাবিতে বরিশাল থেকে বাস, লঞ্চ ও মাহিন্দ্রা চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী জনগণের ভোগান্তির কথা চিন্তা করে বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে বন্ধ থাকা সব যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি ছাড়াই হঠাৎ করে সকাল থেকে হঠাৎ লঞ্চ ও বাস বন্ধ করে বিক্ষোভ করে স্ব স্ব স্ট্যান্ডের শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন কয়েক হাজার  যাত্রীরা।

উল্লেখ্য, বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর সি এন্ড বি রোডে এলাকার থানা কাউন্সিল (উপজেলা পরিষদ) কম্পাউন্ডে দফায় দফায়  সংঘর্ষ,ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ সহ গুলিবিদ্ধের ঘটনা ঘটে।

এতে  মেয়র বাদে  ১৫ জন গুলিবিদ্ধ, আহত ৩০ হন। তবে মেয়র জ্যাকেট পরিহিত থাকায় তিনি গুলিবিদ্ধ না হলেও শরীরে প্রচন্ড ব্যথা পায়।

আহতদের মধ্যে শেরেবাংরা মেডিকেলে ২৭ জনকে ভর্তি করা হয়। যার মধ্যে ২ জন পুলিশ সদস্য রয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন