আর্কাইভ থেকে এশিয়া

কাবুল বিমানবন্দরে আইএসের হামলার শঙ্কা, যুক্তরাষ্ট্রের সতর্কতা

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এখনও অনেক মানুষের ভিড় রয়েছে। এ পরিস্থিতিতে ইসলামিক স্টেট (আইএস) আফগানিস্তান শাখা সেখানে হামলা চালাতে পারে বলে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে দেশটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আইএসের হামলার আশঙ্কা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের সামনের ফটক এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। বিকল্প উপায়ে তাদের উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধি যাদের আসতে বলবে শুধু তাদেরই সেখান দিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিনি ও আফগানদের অনেকে বিমানবন্দরে যাবার পথে মারধরসহ হয়রানির শিকার হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছে, মানুষকে বিমানবন্দরে আনার জন্য ভিন্ন রুট খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

তবে আইএসের হামলার শঙ্কা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন। প্রকাশ্যে হামলার কোনো হুমকিও দেয়নি সশস্ত্র গোষ্ঠীটি। পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়, এ পর্যন্ত আড়াই হাজার মার্কিনীসহ ১৭ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। কাবুল বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জার্মানি ও সুইজারল্যান্ডও

কাবুল বিমানবন্দরের বাইরে দেশত্যাগে ইচ্ছুক আফগানদের ক্রমবর্ধমান ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেই শনিবার এই জরুরি সতর্কবার্তার কথা জানাল যুক্তরাষ্ট্র। বিশেষ করে টানা দুই দশকের যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সহযোগী হিসেবে নানাভাবে যারা কাজ করেছে নিরাপত্তার কথা ভেবে দেশ ছাড়তে চাইছে তারা।

গেল ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন