আর্কাইভ থেকে দেশজুড়ে

পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ফুফাতো বোন। নিহত ওই বোনের নাম আলিফ (২) ও রুমাইসা (২)।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে রাজবাড়ী পৌরসভার ধুনচী এলাকা এ ঘটনা ঘটে।

মৃত আলিফ ধুনচী এলাকার মনি চৌধুরী ও রুমাইসা একই এলাকার রমজানের মেয়ে।

শিশুদের স্বজনরা জানান, বিকেলে আলিফ ও রুমাইসা বাড়ির উঠানে খেলছিল। বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকায় কোনো এক সময়ে তারা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে আলিফের মরদেহ ভাসতে দেখেন। তাকে তুলতে গেলে রুমাইসার মরদেহও উদ্ধার করেন স্বজনরা। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো অভিযোগ না থানায় স্বজনদের কাছে শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন