কেরানীগঞ্জে তিন তলা ভবন ধসে পড়ল
রাজধানীর কেরানীগঞ্জে তিন তলা একটি ভবন ধসে পড়েছে।
আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের চরাইল খেলার মাঠের পাশে ভবনটি ধসে পড়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে ভবনের ভিতরে থাকা আটজনকে উদ্ধার করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।
ধসে পড়া ভবনটির কোনো ভিত্তি নেই এবং নির্মাণ কাজে কোনো নিয়ম মানা হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে ধসে পড়া ভবনের আশেপাশের ৫টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ওই ভবনগুলোর গ্যাস ও বিদ্যুৎ সংযোগকে বিচ্ছিন্ন করেছে প্রশাসন।
শুভ মাহফুজ