কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপরে
উজানের ঢল এবং বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় দফা পানি বৃদ্ধি পেয়ে ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপূত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার নীচে অবস্থান করছে। কমছে তিস্তার পানি। তিস্তা নদীর পানি ব্রীজ পয়েন্টে ২০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়ার সাথে সাথে ডুবছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। দেখা দিয়েছে নদী ভাঙন। বন্যায় প্রায় ৭ হাজার হেক্টর রোপা আমন ও শাক-সবজি তলিয়ে গেছে।
ধরলা, তিস্তা, ব্রহ্মপূত্র, দুধকুমর ও গঙ্গাধর নদীর ভাঙনে গত এক সপ্তাহে প্রায় দুই শতাধিক বাড়িঘর বিলিন হয়েছে। ভাঙন আতংকে রয়েছে নদী পাড়ের মানুষ।
এদিকে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া কৃষি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন।
মুনিয়া