আর্কাইভ থেকে ক্রিকেট

আফগান বিপর্যয়ে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা নবীর

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। হতাহতদের রক্তে ভেসে গেছে বিস্ফোরিত অঞ্চল। এ ঘটনায় আল্লাহর সাহায্য চেয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
 
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে আল্লাহর নিকট সাহায্য চেয়ে পোষ্ট করেন তিনি। 

পোষ্টে তিনি লিখেন, ‘হায় আল্লাহ! ওগো দয়াময়, ওগো দয়াময়! এই জাতিও তার বেদনাদায়ক চোখ দিয়ে দরজার শেষ দেখেছে এবং জীবনের সব তিক্ত ও বড় কষ্টের সম্মুখীন হয়েছে ।

এই জাতির উপর রহম কর! দয়া করে আমার দুঃখী ও বেদনাদায়ক দেশবাসীকে দুর্যোগ ও বিপর্যয় থেকে রক্ষা করুন।

পোষ্টে আরো লিখেন, হায় আল্লাহ! এই রক্তপাত বন্ধ করুন! তুমি এই গরীব ও চির কষ্টে থাকা দেশটাকে রহম কর এবং এমন নিষ্ঠুর কর্মের নিষ্ঠুর অপরাধীদের সম্মান না করে তোমার গজব নাজিল কর। (আমিন খোদা)।  

এর আগে বৃহস্পতিবার (২৬ আগষ্ট) আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আর্ন্তজাতিক বিমানবন্দরের বিমানবন্দরের ফটকের কাছে দুইটি আত্নঘাতি বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১৩ মার্কিন সেনাসহ ১০৩ জন নিহত হয়েছেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন