আর্কাইভ থেকে এশিয়া

আফগানিস্তানে সরকার ঘোষণা আগামী সপ্তাহে: তালেবান মুখপাত্র

আফগানিস্তানে নতুন মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে তালেবান। দেশটি থেকে মার্কিন সেনা সরে যাওয়ার সময়সীমা শেষ হওয়ার পরই নতুন সরকার গঠন করবে তারা। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা জানান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এ সময় নানগারহার প্রদেশে আইএস-এর আস্তানায় মার্কিন ড্রোন হামলার নিন্দাও জানান তিনি। এ ঘটনাকে আফগানিস্তানের ওপর আঘাত বলে মনে করেন তালেবান মুখপাত্র।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, সেনা প্রত্যাহার করার পরও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে তালেবান।

মুজাহিদ আরও বলেন, আগামী সপ্তাহেই আফগানিস্তানে সরকার ঘোষণা করা হবে। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তা সাময়িক বলে দাবি করেন তালেবানের মুখপাত্র। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক সংকট কেটে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এরই মধ্যে জনস্বাস্থ্য, শিক্ষা মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনার জন্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি।

এদিকে, কাবুল বিমানবন্দরে আবারও হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন