আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে ডেঙ্গু ভাইরাসের নতুন ধরন শনাক্ত

দেশে ডেঙ্গু ভাইরাসের নতুন ধরন শনাক্ত করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। এ ধরনের নাম ডেনভি-৩। ২০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এ ধরনটি শনাক্ত করা হয়েছে। এসব তথ্য জানালেন বিসিএসআইআর এর চেয়ারম্যান ড আফতাব আলী শেখ।

আজ রোববার (২৯ আগস্ট) বিসিএসআইআরের আইএফআরডি অডিটোরিয়ামে আয়োজিত ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

ড মো. আফতাব আলী শেখ বলেন, সংস্থা ডেঙ্গু ভাইরাসের সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয়েছে। এ সিকোয়েন্সিং ভাইরাসের বিস্তার রোধ, চিকিৎসায় সহায়তা, কিট ও ভ্যাকসিন উদ্ভাবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তিনি বরেন, এই ধরনটির মাধ্যমে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকার রোগীরা।

বিসিএসআইআরের চেয়ারম্যান বলেন, ডেঙ্গুর চারটি সেরোটাইপ যা ডেনভি-১, ডেনভি-২, ডেনভি-৩ এবং ডেনভি-৪ এর মাধ্যমে প্রকাশ করা হয়। ভাইরাসটি এডিস মশা দ্বারা বাহিত হয় এবং মশার মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়।

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান গবেষক ড. সেলিম খান।

এ সম্পর্কিত আরও পড়ুন