আর্কাইভ থেকে বাংলাদেশ

গুজব না ছড়িয়ে ক্যাপ্টেন নওশাদের জন্য দোয়ার অনুরোধ

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম ভারতের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদিকে তার মৃত্যু গুজব ছড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস এসোসিয়েশনের (বাপা)। সংগঠনটির সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
 
রোববার (২৯ আগস্ট) বিকেল ৪টায় বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস এসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান বলেন, ‘মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’

তিনি বলেন, ‘সেখানে তার দুই বোন অবস্থান করছেন। ভারতে সার্বিক সহায়তার জন্য আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশনের মাধ্যমে ভারতের পাইলট এসোসিয়েশনের প্রতিনিধিরাও সেখানে আছেন।’

মাহবুবুর রহমান বলেন, ‘তার মারা যাওয়ার খবর অনেকেই ছড়িয়েছেন, যা দুঃখজনক। আমাদের অনুরোধ গুজব না ছড়িয়ে দোয়া করুন।’

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন