আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ইউরোপে প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যুর শঙ্কা করছে ডব্লিউএইচও

ইউরোপে চলতি বছরের ডিসেম্বর মাসের আগেই করোনায় দুই লাখ ৩৬ হাজার মানুষ মারা যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। ইউরোপজুড়ে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও টিকা সঙ্কটের মধ্যেই সোমবার এ সতর্কবার্তা দিয়েছেন সংস্থাটির ইউরোপ অঞ্চলের পরিচালক হানস ক্লুজ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার ডেনমার্কের কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র ইউরোপ শাখার পরিচালক হ্যান্স ক্লাগ বলেন, গেল সপ্তাহে ইউরোপে করোনায় মৃত্যুর হার বেড়েছে ১১ শতাংশ। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চলতি বছরের এক ডিসেম্বরের মধ্যে ইউরোপে করোনায় মোট মৃত্যু আরও দুই লাখ ৩৬ হাজার হতে পারে।

গেল দুই মাসে ইউরোপের বেশিরভাগ দেশে বহু মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। এতে সংক্রমণও নিচের দিকে নেমেছে। তবে কয়েকটি দেশ স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় আবারও শনাক্তের হার বাড়ছে।

ফলে চলতি বছরের এক ডিসেম্বরের মধ্যে ইউরোপে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়াতে পারে প্রায় ১৫ লাখ ৩৬ হাজার। বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪৫ লাখ। এর মধ্যে শুধু ইউরোপে মারা গেছে ১৩ লাখের মত মানুষ।

দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা করোনা ভাইরাসের নতুন ধরনের উচ্চমাত্রার মিউটেশন পর্যবেক্ষণ করছেন। সোমবার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস জানিয়েছে, করোনার অন্যান্য ধরনের তুলনায় ডেল্টা সি-১২ দ্বিগুণ দ্রুত পরিবর্তন হতে পারে।

এদিকে, বিশ্বে করোনায় একদিনে মারা গেছে সাড়ে সাত হাজারের বেশি মানুষ। একদিনে শনাক্ত হয়েছে পাঁচ লাখের বেশি। এনিয়ে বিশ্বে মোট মৃত্যু ৪৫ লাখ ২৩ হাজার। আর মোট শনাক্ত হয়েছে ২১ কোটি ৭৮ লাখের বেশি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন