আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

আমেরিকার শত্রুদের অবশ্যই চূড়ান্ত মূল্য দিতে হবে: বাইডেন

যুক্তরাষ্ট্রের শত্রুদের হুঁশিয়ার করে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘যারা আমেরিকার ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে লড়তে আমরা বিশ্রাম নেব না। আমরা তাদের ক্ষমা করব না, কখনোই ভুলব না। পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হলেও আমরা তাদের শিকার করব। আমেরিকার শত্রুদের অবশ্যই চূড়ান্ত মূল্য দিতে হবে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে হোয়াইট হাউসে বক্তৃতা দেয়ার সময় বাইডেন এসব কথা বলেন।

আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে নেয়ার প্রসঙ্গে বাইডেন বলেন, ‘ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবসন প্রক্রিয়া সফলভাবে শেষ করেছে যুক্তরাষ্ট্র। কোনো জাতিই ইতিহাসে এমন কিছু করে দেখাতে পারেনি। শুধু যুক্তরাষ্ট্রেরই এটি করার সক্ষমতা আছে।’

সেনা প্রত্যাহারের জন্য সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, ‘চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই আমি। আফগান যুদ্ধের পরিধি আমেরিকার সরকার আর দীর্ঘ করতে চায় না।’

যুক্তরাষ্ট্র কূটনীতি ও সাহায্যের মাধ্যমে আফগানদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আফগান জনগণের অধিকার নিয়ে কথা বলব। বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকব। আমাদের পররাষ্ট্রনীতির কেন্দ্রে থাকবে মানবাধিকার।’

মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, আগস্টের ৩১ তারিখের মধ্যেই আফগানিস্তান থেকে দেশটির সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। সেই ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সামরিক বাহিনীর প্রত্যাহার সমাপ্ত হয়েছে। কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নিতে ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে সোমবার (৩০ আগস্ট) সর্বশেষ মার্কিন সেনাটিকে সরিয়ে নেয়া হয়েছে। যদিও তালেবান শাসন থেকে বাঁচতে এখনো হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে মরিয়া। ইতোমধ্যে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় ১৩ আমেরিকান সেনাকে প্রাণ দিতে হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনারা কাবুল ছাড়ার পর মঙ্গলবার তালেবান যোদ্ধারা কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের দায়িত্বভার বুঝে নিয়েছেন। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আফগানিস্তানে আমেরিকা পরাজিত হয়েছে। এটা নিঃসন্দেহে আফগানদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আজ থেকে ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।’

গত ১৫ আগস্ট তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে ঢুকে পড়ে। তালেবানের কাবুল দখল নিশ্চিত দেখে দেশ ছেড়ে পালিয়ে যান পশ্চিমাসমর্থিত আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন