আর্কাইভ থেকে বাংলাদেশ

৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড

৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড

সাকিবের ঘূর্ণিতে বোল্ড ইয়াং। ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ১১ বলে মাত্র ৫ রান করে ফেরেন ইয়াং। সাকিবের স্লো বল বুঝে ওঠার আগেই ভেঙে যায় ইয়াংয়ের উইকেট। পরের ওভারে নাসুম ফেরান অভিজ্ঞ কলিন ডি গ্র্যান্ডহোমকে। মাত্র ১ রান করেন গ্র্যান্ডহোম। নাসুমের একই ওভারে ১ রানে ফেরেন টম ব্লান্ডেল। এর আগে প্রথম ওভারে রাচিন রবীন্দ্রকে ফেরান মেহেদী।  মাত্র ৮ রানে দলটি হারিয়েছে ৩ উইকেট।

নিউ জিল্যান্ড: ৯/৪ (৪ ওভার)

প্রথম ওভারেই উল্লাসে ভাসালেন মেহেদী

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচেই প্রথম ওভার করেছিলেন মেহেদী হাসান। নিউ জিল্যান্ডের বিপক্ষে তার ব্যতিক্রম হয়নি। ইনিংসের তৃতীয় বলে রাচিন রবীন্দ্রকে ফেরালেন সাজঘরে। নিজের অভিষেক ম্যাচে মেহেদীর হাতেই ক্যাচ দিয়ে ০ রানে ফেরেন রাচিন।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। বুধবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল চারটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বিকেল ৪টায়।

এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে একবারও জয়ের দেখা পাননি টাইগাররা। এবার ইতিহাস বদলাতে বদ্ধপিরকর তারা। সেই লক্ষ্যে একাদশে এসেছে দুই পরিবর্তন।

ঢুকেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম এবং হার্ডহিটার লিটন দাস। বাদ পড়েছেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন।

আর নিউজিল্যান্ড দলে অভিষেক হচ্ছে দুজনের। তারা হলেন কোল ম্যাকঞ্চি ও রাচিন রবীন্দ্র।

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক),আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

হেনরি নিকোলস, টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইলি ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, রাচিন রবিন্দ্র, কোল ম্যাকনচি, টম বান্ডেল, এজাজ প্যাটেল, ডগ ব্রেসওয়েল, ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডুফি।
 
এস

এ সম্পর্কিত আরও পড়ুন