আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর তানোর উপজেলায় ধান ক্ষেত থেকে মনিরুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মনিরুল ইসলাম উপজেলার কামারগাঁ ইউনিয়নের পারিশো গ্রামের মৃত শুকুর উদ্দিন মোল্লার ছেলে।

বুধবার রাতে কে বা কারা মনিরুলকে হত্যা করে পারিশো দূর্গাপুর সাধুর মোড় এলাকায় ধান ক্ষেতের ড্রেনে ফেলে যায় বলে ধারণা করছে তানোর থানা পুলিশ।

তানোর থানার ওসি রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাতে যেকোন সময় মনিরুলকে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ পারিশো দূর্গাপুর সাধুর মোড়ের ধান ক্ষেতের ড্রেনে ফেলে দেয়া হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মনিরুলের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে  আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের পর পোষ্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হবে। একই সাথে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন