কাল আলাদা ভাবে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাই পর্বে শুক্রবার সকালে আলাদা ভাবে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
কারাকাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬ টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ৬ ম্যাচ খেলে ৩টিতে জয়,তিন ম্যাচ ড্র করেছে লিওনে স্ক্যালোনি বাহিনী।এ ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস তুঙ্গে মেসি- ডি মারিয়াদের।
এদিকে বাংলাদেশ সময় সকাল ৭ টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। ৯ জন ফুটবলার হারিয়ে, একেবারেই ভঙ্গুর এক দলে পরিণত হয়েছে সেলেসাওরা। এক নেইমারে ভর করে এখন জয়রথ ধরে রাখার মিশন তাদের সামনে। এখন পর্যন্ত টানা ৬ ম্যাচে জিতে টেবিলে সবার ওপরে ব্রাজিল।