আর্কাইভ থেকে ক্রিকেট

নাঈম-মাহামুদউল্লাহর ব্যাটে বাংলাদেশের লড়াকু পুঁজি

নাঈম-লিটনের ৫৯ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। যদিও বা মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সেই শুরুর ছন্দপতন ঘটেছিল। এরপর শেষের দিকে অধিনায়ক মাহামুদউল্লাহর ৩২ বলে ৩৭ রানের দ্রুতগতির ইনিংসে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৪১ রান তুলেছে বাংলাদেশ। আর শেরে বাংলার মন্থর উইকেটে এই রানই জয়ের জন্য যথেষ্ট বলে ধারণা করা হচ্ছে।
 
দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান এসেছে নাঈমের ব্যাট থেকে। ৩ বাউন্ডারিতে খেলা এই ইনিংসে অবশ্য বল লেগেছে সমান সংখ্যক। এছাড়া ২৯ বলে ৩৩ রান করেছেন আরেক ওপেনার লিটন কুমার দাস। ইনিংসের একমাত্র ছক্কাটাও এসেছে তাঁর ব্যাট থেকে। এছাড়া শেষের দিকে ৮ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন নুরুল হাসান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন রচিন রবিন্দ্র। ৪ ওভারে খরচ করেছেন ২২ রান।

নাঈমের পর ফিরলেন আফিফও
রচিন রবীন্দ্রর তৃতীয় শিকার। এবার ফিরলেন নাঈম শেখ। ৩৯ বলে ৩৯ করে সাজঘরে এই ওপেনার। বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট। রবীন্দ্রকে মারতে গিয়ে লং অনে ব্লান্ডেলের হাতে ধরা পড়েছেন নাঈম। এর দুই বল পরেই এজাজ প্যাটেলের শিকারে পরিণত হয়ে ৩ রান করে ফিরেছেন আফিফ। ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১০৯ রান। 

হঠাৎ ঝড়ে ব্যাকফুটে বাংলাদেশ
৭ বলে ১২ করে সাজঘরে ফিরলেন সাকিব-ও। হঠাৎ ঝড়ে ৩ উইকেট নেই টাইগারদের। লিটন, মুশফিকের পর এই অলরাউন্ডারের ফিরে যাওয়ায় ছন্দপতন ঘটলো টাইগার ব্যাটিং লাইন আপে । দশম ওভারের শুরুটা করেছিলেন রচিন রবীন্দ্রকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরে, তবে এক বল ব্যবধানেই সাজঘরে ফিরতে হলো লিটন দাসকে। ২৯ বলে ৩৩ করে বোল্ড আউট হয়েছেন এই ওপেনার। এর পরের বলেই গোল্ডেন ডাকে ফিরেছেন মুশফিকুর রহিম। সিনিয়র এই ক্রিকেটার স্ট্যাম্পিং হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। রবীন্দ্রর ২ বলে ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। উইকেটে এসেছেন সাকিব। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭২ রান। 

লিটন-নাঈমে বাংলাদেশের সাবধানী শুরু
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ভালো শুরু করেছে। দুই ওপেনারের  উদ্বোধনী জুটিতে ৭ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪২ রান। 

এর আগে পাওয়ার প্লের প্রথম ৬ ওভার শেষে বাংলাদেশ বিনা উইকেটে ৩৬ রান তুলেছে। শেরে বাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে বল থেমে আসায় সহজাত ব্যাটিংটা করতে পারছেন না দুই ওপেনার লিটন (২০ বলে ২২*) ও নাঈম (২১ বলে ২১*)। 

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৪টায়। 

বাংলাদেশ দল
লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল
রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।

এ সম্পর্কিত আরও পড়ুন