আর্কাইভ থেকে বাংলাদেশ

ইরাকে আইএসের হামলা, ১৫ পুলিশ নিহত

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে একটি তল্লাশিচৌকিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কমপক্ষে ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

কিরকুক প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-রাশাদ জেলার সাতিহা শহরে রোববার এ হামলার ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, জঙ্গিরা রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পুলিশকে তল্লাশিচৌকির সামনে তিনটি পুলিশ যান ধ্বংস করেছে।

আইএস তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় আইএস জঙ্গিদের তৎপরতা রয়েছে এবং এই জঙ্গিরাই হামলায় জড়িত বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা।

শনিবার কিরকুকে আরেকটি তল্লাশিচৌকিতে জঙ্গি হামলায় কমপক্ষে ৫ পুলিশ প্রাণ হারান।

২০১৪ সালে ইরাকের বিভিন্ন এলাকা দখল করে নিয়েছিল আইএস। ২০১৭ সালের শেষের দিকে জঙ্গি সংগঠনকে পরাজিত করার ঘোষণা দেয় ইরাক সরকার।

তখন থেকেই আইএস সদস্যরা ইরাকের বিভিন্ন অংশে সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।

খবর আনাদোলুর।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন