আর্কাইভ থেকে দেশজুড়ে

নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছে। মৃত মকবুল হোসেন (৬৮) উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, সোমবার বিকেলে বৃদ্ধ মকবুল হোসেন সাইকেল নিয়ে চড়াই খেলা ব্রিজের কাছে কুড়িগ্রাম-ভ‚রুঙ্গামারী সড়ক পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের লোকজন তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেষ বিকেলে সেখান থেকে তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন