আর্কাইভ থেকে জাতীয়

৩৩ মাসে প্রশাসনে ১ লাখ ৪০ হাজার পদ তৈরি হয়েছে

পদ তৈরির কাজটি জনপ্রশাসন মন্ত্রণালয় করে থাকে। আমরা বিভিন্ন দপ্তর-সংস্থা ও মন্ত্রণালয়ে ব্যাপকভাবে পদ তৈরি করেছি। গেলো ৩৩ মাসে প্রশাসনে ১ লাখ ৪০ হাজার ৮৬০টি পদ তৈরি হয়েছে। জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, ২০১৯ সালের জানুয়ারি থেকে গেলো ৫ সেপ্টেম্বর পর্যন্ত আমরা প্রশাসনে এক লাখ ৪০ হাজার ৮৬০টি পদ তৈরি করেছি। নিয়োগের জন্য সাত হাজার ৯৪৮টি পদের ছাড়পত্র দেওয়া হয়েছে। চার হাজার ৭২৬টি যানবাহন টিও অ্যান্ড ই-তে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন