আর্কাইভ থেকে দেশজুড়ে

সোনাহাট স্থলবন্দরে নিয়োগে দূর্নীতি বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ১১’শ অশ্রমিক নিয়োগের প্রতিবাদ ও নির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শ্রমিকরা।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সোনাহাট স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক সোহেল রানাসহ অনেকে। 

শ্রমিকরা অভিযোগ করেন পূর্বের ৭৩০ শ্রমিক বর্তমানে কর্মহীন। এরমধ্যে অর্থের লোভে আরও ১১’শ অশ্রমিক লোকদের শ্রমিকের তালিকায় অন্তর্ভূক্ত করার চেষ্টা করছে সভাপতি-সম্পাদক। তারা এ তালিকার প্রতিবাদ জানান এবং দ্রুত নির্বাচন দিয়ে নতুন কমিটি করার দাবী জানান। 

শ্রমিকরা জানান, স্থলবন্দরে তিনটি শ্রমিক সংগঠনে প্রায় দুই হাজার শ্রমিক তালিকাভুক্ত রয়েছে। যার মধ্যে প্রতিদিন কাজ পায় ১২’শ থেকে ১৫’শ শ্রমিক। তাও দিনে দুই থেকে আড়াইশ টাকা রোজগার হয় তাদের। এর মধ্যে নতুন করে ১১’শ শ্রমিক বাড়ানো সব শ্রমিকের কাজে ব্যাঘাত ঘটবে। শুধু পুনরায় ক্ষমতায় আসার জন্য এবং অর্থ আত্মসাতের জন্য তারা নতুন শ্রমিক তালিকাভুক্ত করছে। অভিযোগ করেন একজন শ্রমিকের কাছ থেকে তিন থেকে ছয় হাজার করে টাকা নেয়া হয়েছে তালিকায় নাম রাখার জন্য। এদের অনেকেই অশ্রমিক। দূর দুরান্তের ব্যবসায়ী ও অন্য পেশায় জড়িত। ভোট বাড়ানোর জন্য এ নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবী করেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন