টি-টোয়েন্টি ম্যাচে নাসুমের রেকর্ড
বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচে রেকর্ড গড়লেন নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে আজ বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদের নির্ধারিত ৪ ওভারে দুই মেডেনসহ ১০ রানে ৪ উইকেট শিকার করেন।
নাসুমের আগে এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের আরেক বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। যদিও ২০১৮ সালে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ২টি মেডেন পেলে উইকেট পাননি তিনি। রান দিয়েছিলেন ১৪ টি।
বিশ্বের ৩৩তম বোলার হিসেবে সংক্ষিপ্ত ভার্সনে এক ম্যাচে ২টি মেডেন ওভার পেলেন নাসুম।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার রাচিন রবীন্দ্রকে বিদায় দেন নাসুম। ওভারে কোন রান দেননি তিনি।
এরপর ১২তম ওভারে পরপর দুই বলে নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নেন নাসুম। দ্বিতীয় বলে হেনরি নিকোলসকে ১ রানে বোল্ড এবং তৃতীয় বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে শূন্য রানে আউট করেন নাসুম। এই ওভারেও কোন রান না দেয়ায় নাসুমের ডাবল-উইকেট মেডেন হয়।
আজ নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের চমকে শত রান পার করতে পারেনি সফরকারীরা। ৪ ওভারে ১০ রান খরচায় নাসুম উইকেট নিয়েছেন ৪ টি। আর ৩.৩ ওভার বল করে ১২ রান দিয়ে কাটার মাস্টারও সমান সংখ্যক উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান।