জিয়াউর রহমানের খেতাব বাতিল ইস্যুতে এবার কথা বলেন জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের উদ্যোগের বিষয়ে কথা বললেন।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘একদিকে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হচ্ছে, অন্যদিকে একজন মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেওয়া হচ্ছে। এটি সরকারের পরস্পরবিরোধী আচরণের বহির্প্রকাশ।’
উল্লেখ্য, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের ‘বীর উত্তম’ খেতাব গত ৯ ফেব্রুয়ারি বাতিলের উদ্যোগ নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।
শেখ সোহান