আর্কাইভ থেকে এশিয়া

১৫০০ কিলোমিটার দূরে আঘাত করবে উত্তর কোরিয়ার মিসাইল

শনিবার ও রোববার একাধিক দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এসব মিসাইল ১৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) দূরের লক্ষবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম। তবে এসব মিসাইল পরমাণু অস্ত্র হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু আলোচনা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। তবে এর মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি ও প্রদর্শনের কাজ অব্যাহত রেখেছে পিয়ংইয়ং।

সোমবার (১৩ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, সফলভাবে পরীক্ষা করা ক্রুজ মিসাইলগুলো ২ বছর ধরে তৈরি করা হয়।

দেশটি তাদের এই নতুন অস্ত্রকে ‘বিশাল তাৎপর্যপূর্ণ কৌশলগত অস্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির নেতা কিম জং উনের চাওয়া অনুযায়ী এটি দেশের সামরিক শক্তি বাড়ানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন