আর্কাইভ থেকে ফুটবল

রোনালদোর অভাব বুঝতে দিলেন না দিবালারা

জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে চলে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়া চ্যাম্পিয়নস লিগে প্রথম খেলতে নেমেছিল জুভেন্টাস। তবে তার অভাব একটুও  বুঝতে দিলেন না পাওলো দিবালারা। ইউরোপসেরা আসরে মালমোকে ৩-০ গোলে  হারিয়ে উড়ন্ত সূচনা করলেন তারা।

মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। সুইডেন চ্যাম্পিয়ন মালমোর মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে জুভেন্টাস। ফলও পায় হাতেনাতে।২৩ মিনিটে রদ্রিগো বেন্তাকুরের ক্রস ডাইভিং হেডে জালে জড়ান অ্যালেক্স সান্দ্রো।৪৫ মিনিটে বক্সে ফাউলের শিকার হন আলভারো মোরাতা। এতে পেনাল্টি পায় জুভেন্টাস। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা। আর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান মোরাতা। ডি-বক্সে চিপ শটে লক্ষ্যভেদ করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেলে জুভেন্টাস। তবে আর  ব্যবধান বাড়াতে পারেনি তারা। অবশ্য ৬৯ সতীর্থের থ্রু পাস ধরে নিশানাভেদ করেন বদলি নামা মোইজে কিন। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের বুড়িরা। এতে খুশি জুভ কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি ও তার শিষ্যরা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন