ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণচেষ্টায় আ.লীগ নেতা গ্রেপ্তার
গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঝালকাঠির রাজাপুর আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই গৃহবধূর মামলার পর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিদ্দিকুর রহমান উপজেলা শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেলে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কেওতা মাদরাসার সামনের একটি দোকানে বিকাশ থেকে টাকা তুলতে যান ওই গৃহবধূ। এ সময় সিদ্দিকুর রহমান তাকে কাজ শেষে বাড়িতে গিয়ে কথা শুনতে বলেন। ওই গৃহবধূ সিদ্দিকের বাড়িতে যান। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা বন্ধ করে ওই নারীর শ্লীলতাহানি করে ধর্ষণচষ্টা করেন। পরে কৌশলে সিদ্দিকের ঘর থেকে ওই গৃহবধূ বেরিয়ে আসেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্যসহ স্থানীয়দের জানালে তারা মামলা করার পরামর্শ দেন। পরে একইদিন রাতে তিনি মামলা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।