আর্কাইভ থেকে দেশজুড়ে

নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে সিআর মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাত আড়াই দিকে পুলিশ নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ গ্রামের শুকুর আলীর ছেলে সিরাজুল ইসলাম ও একই ইউনিয়নের সিংহরা গ্রামের  মৃত সেফাউদ্দিনের ছেলে আব্দুস সালাম ।

নবাবগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. তানভীর শেখ জানান, সিরাজুল ইসলাম ও আব্দুস সালাম এরা দুইজন সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। তারা দুইজনই পলাতক ছিলো। আদালতের নির্দেশে এএসআই জয়নাল আবেদীন ও এএসআই আশিষ চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে অভিযান করে এদের দুইজনকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন