আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

মন্ত্রিসভায় পরিবর্তন এনেছে যুক্তরাজ্য সরকার

মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন এনেছে যুক্তরাজ্য সরকার। পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডমিনিক রাবকে সরিয়ে তার জায়গায় বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাসকে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

 বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী একাধিক বাণিজ্য চুক্তি করেছেন লিজ ট্রাজ। আফগানিস্তান থেকে বিদেশি সেনা ও মিত্রদের প্রত্যাহারের পর সংকট সামাল দিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে রাবকে সরানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে সরিয়ে আইনমন্ত্রী করা হয়েছে রাবকে। 

অপরদিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে- শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন, আইনমন্ত্রী রবার্ট বাকল্যান্ড এবং স্থানীয় সরকার ও সম্প্রদায় বিষয়ক মন্ত্রী রবার্ট জেনেরিককে।

এ সম্পর্কিত আরও পড়ুন