আর্কাইভ থেকে অপরাধ

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভুয়া নিয়োগ, গ্রেপ্তার ২

ভুঁইফোড় কোম্পানি খুলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক পদে নিয়োগ দেয়ার মিথ্যে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের, ২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। 

রাজধানীর ভাটারা এলাকা থেকে বুধবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। 

সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি প্রতারণা করে ৪ বছরে অন্তত দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠান তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নিত। এ বিষয়ে ২৫ জন সিআইডির কাছে অভিযোগ করলেও এর ভুক্তভোগীর সংখ্যা শতাধিক হবে বলেও জানিয়েছে সিআইডি। এছাড়া চক্রের আরও সদস্য রয়েছে, যাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

এদিকে, নারায়ণগঞ্জ থেকে ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। 

এ সম্পর্কিত আরও পড়ুন