ধানক্ষেতে শিয়াল মারার ফাঁদে ২ যুবকের মৃত্যু
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালিতে ধানক্ষেতে ফেলে রাখা বৈদ্যুতিক ফাঁদে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একইভাবে মারা গেছে একটি শিয়ালও।
নিহতরা হলেন— আশাশুনির শোভনালি ইউনিয়নের গোদাড়া গ্রামের রশীদ মোল্লা (২২) ও একই গ্রামের ইদ্রিস পাড় (২৩)। বৃহস্পতিবার রাত থেকে তারা নিখোঁজ ছিলেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে কৃষকরা মাঠে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ ওই ধানক্ষেতের মালিক পূর্ব গোদাড়া গ্রামের কবির পাড়কে গ্রেফতার করেছে। তিনি শিয়াল মারার লক্ষ্যে তার ধানক্ষেতে বৈদ্যুতিক তার ছড়িয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন পুলিশকে।
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি— বৈদ্যুতিক তারে স্পর্শ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। একটি শিয়ালও সেখানে তারে জড়িয়ে মারা গেছে।
তিনি বলেন, জমির মালিক লাশ দুটি সরিয়ে ধানক্ষেতের পানির নালায় ফেলে রাখেন। নিজের অপরাধ ঢাকার লক্ষ্যে কবির পাড় এই অপকৌশল গ্রহণ করেন। তার বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।