হাতিয়ায় দিদার বাহিনীর ৭ জলদস্যু আটক
নোয়াখালীর হাতিয়ার দুর্গম চরাঞ্চল থেকে আগ্নেয়াস্ত্রসহ দিদার বাহিনীর ৭ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাগলার চর থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া।
তারা হলেন: শ্রী হরী কমল (৩৫), মো. মইন উদ্দিন (৩৮), বাবু (২১), মো. সাদ্দাম হোসেন (২৬), মাসুদ হোসেন (২১), দিদার (২৪), আকবর (২২)।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে দিদার বাহিনীর কয়েকজন সদস্য হাতিয়ার বাংলা বাজার এলাকায় ২জন জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। অভিযোগ পেয়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাগলারচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৭ জলদস্যুকে আটক করা হয়।
এসময় কোস্ট গার্ড তাদের কাছ থেকে ২টি দেশীয় পাইপগান, ৪টি দেশীয় রামদা জব্দ করে এবং দিদার বাহিনী থেকে মুক্তিপণের টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে জেলেদের নিকট হস্তান্তর করে।
শেখ সোহান