আর্কাইভ থেকে বাংলাদেশ

তালেবান ওপর সিরিজ বোমা হামলার দায় স্বীকার করলো আইএস

আফগানিস্তানে তালেবান সদস্যদের ওপর সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। 

রোববার আইএসের বার্তা সংস্থা আমাক এ কথা জানায়।

নানগারহার প্রদেশের জালালাবাদে এ হামলার দায় স্বীকার করে তালেবানের ৩৫ জন সদস্য হতাহতের কথা বলেছে আইএস। গেলো শনিবারের এ হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হন। এদিকে, একই শহরে রোববার তালেবান সদস্যদের ওপর আবারো বমা হামলার ঘটনা ঘটেছে। 

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববারের হামলায় বেশ কয়েকজন তালেবান সদস্য আহত হয়েছেন। এ হামলার দায় এখনো কেই স্বীকার করেনি। 

এছাড়া রাজধানী কাবুলের সরকারি চাকরিজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন মেয়র হামদুল্লাহ নোমান। এটি নারীদের ওপর তালেবানের আরোপিত সবশেষ নিষেধাজ্ঞা।

গত ১৫ আগস্ট তালেবান মার্কিন সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে কাবুলের প্রেসিডেন্ট প্যালেস দখল করে। এর দুই সপ্তাহ পর সরকার গঠন করে। তালেবান সরকারের সামনে অর্থনৈতিক ও আইএস জঙ্গি গোষ্টী চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন