খুলনায় ভোটকেন্দ্রে গুলি-বোমা নিক্ষেপ, আহত ৫
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সাতটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বারাকপুরের মিনা পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইমরান শেখ (২৫), আহাদ শেখ (২৫), কামাল মল্লিক (৩০), আলমগীর (৩৮) ও পথচারী সাগর (১৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনসার শেখ ভোট দেওয়ার জন্য তার মিনাপাড়ার বাড়িতে যান। পরে কেন্দ্রে গেলে নৌকার চেয়ারম্যান প্রার্থী গাজী জাকিরের সমর্থকরা অতর্কিত হামলা চালান। হামলাকারীরা গুলি ছোড়েন ও বোমা নিক্ষেপ করেন। এতে পাঁচজন আহত হন। গুলিতে ইমরান ও কামাল মল্লিকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, ঘটনাস্থল থেকে সাতটি বোমা উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।