বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজের জামিন
বরিশাল প্রতিনিধি: তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ। মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশালের সাইবার ট্রাইবুন্যাল আদালতে হাফিজ উদ্দিন হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক গোলাম ফারুক মঞ্জুর করে জামিন দেন।
২০১৮ সালে ২৪ ডিসেম্বর জাতীয় নির্বাচন নিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদের সাথে বাবুল বিশ্বাসের নির্বাচনী আইন বর্হিভূতভাবে মোবাইলে কথপোকথন হয়। এনিয়ে ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ের চেয়ারম্যান ফরিদ তালুকদার ওই বছরের ২৮ ডিসেম্বর লালমোহন থানায় ৮ জনকে আসামী করে মামলা করেন। পুলিশ তদন্তে মামলা থেকে ৬ জনকে বাদ দিয়ে হাফিজ উদ্দিন আহমেদ এবং বাবুল বিশ্বাসের নাম আসামীর তালিকায় রাখা হয়। মামলাটি উচ্চ আদালত থেকে নিম্ম আদালতে হস্তান্তর করা হয়।
মামলার আইনজীবী কাজী এনায়েত হোসেন জানিয়েছেন, বিচারক রাষ্ট্র পক্ষের বক্তব্য শুনেছেন। আসামীর বয়স বিবেচনায় জামিন মঞ্জুর করেন।