স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই; তাপস
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই, এমনটা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
বুধবার(২২ সেপ্টেম্বর) সকালে, ১৮ নং ওয়ার্ডে বর্জ্য অপসারণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি আরো বলেন, গত এক সপ্তাহ ধরে ৪০ জনের নিচে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে।
এসময় মেয়র জানান,ডেঙ্গুর ভয়াবহতা ছিলো ২০১৯ সালে। কিন্তু এ বছর সেই হার দশ শতাংশে নামিয়ে আনা হয়েছে।