‘দেশের ৮০ শতাংশ মানুষকে ২০২২ সালের মধ্যে ভ্যাকসিনের আওতায় আনার হবে’
দেশের ৮০ শতাংশ মানুষকে ২০২২ সালের আগস্টের মধ্যে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় বুধবার সকালে ‘হোয়াইট হাউস বৈশ্বিক কোভিড সামিটে’ নিউইয়র্ক থেকে অনলাইনে যোগ দিয়ে এমনটি জানান তিনি।
এসময় তিনি বলেন, বিশ্বের সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে সক্ষম উন্নয়নশীল দেশগুলোকে ভ্যাকসিন উৎপাদনের সুযোগ দেয়া উচিত। বাংলাদেশে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে তিন কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। সামনে প্রতি মাসে দুই কোটি ডোজ করে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। ভ্যাকসিন সার্বজনীন করতে উন্নয়নশীল দেশগুলোকে টিকা উৎপাদনের অনুমতি দেয়া জরুরি বলে মত দেন শেখ হাসিনা। একই দিন বিকেলে আরেকটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধানের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ২০১৭ থেকে প্রতি বছর রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপন করা হচ্ছে। রোহিঙ্গাদের বিষয়টি মানবিক উল্লেখ করে তাদের স্থায়ী প্রত্যাবর্তনের ওপর জোর দেওয়া হয়েছে। ‘আমি বারবার বলেছি, তারা (রোহিঙ্গারা) মিয়ানমারের নাগরিক। সুতরাং, তাদের অবশ্যই নিরাপত্তা ও মর্যাদা নিয়ে তাদের জন্মভূমি মিয়ানমারেই ফিরে যেতে হবে।’