মানিকগঞ্জে করোনায় আক্রান্ত অষ্টম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সুবর্ণা ইসলাম রোদেলা নামের ওই ছাত্রীকে গতকাল বুধবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়।
নিহতের স্বজনরা জানায়, রোদেলা তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলো। গতকাল দুপুরে প্রচন্ড শ্বাসকষ্ট, গলা ও বুকে ব্যাথা নিয়ে অচেতন হয়ে পড়ে। সেখানকার চিকিৎসকরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ঢাকায় আনার পথে আ্যম্বুলেন্সেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিক্ষার্থী। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাতেই তার মরদেহ দাফন করা হয়। ওই ছাত্রী সবশেষ গেল ১৫ সেপ্টেম্বর স্কুলে গিয়েছিলো।