আর্কাইভ থেকে জাতীয়

করোনা টিকার দ্বিতীয় চালান আসছে আজ

ভারত থেকে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার করোনা প্রতিরোধী টিকা দ্বিতীয় চালান দেশে এসে পৌঁছাবে আজ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে দেশে আসছে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

টিকার দ্বিতীয় চালান দেশে আসার বিষয় নিশ্চিত করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। করোনা টিকাকে নিরাপদ উল্লেখ করে সকলকে এ টিকা নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি এবং রোববার থাকায় দুই দেশেই সরকারি ছুটি চলছে। তবে সোমবার সকালে বিষয়টি নিশ্চিত হতে পারবো টিকা কখন আসছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি নিজে টিকা নেয়ার পর ২২ তারিখ টিকার দ্বিতীয় চালান আসার কথা জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন।

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাঠানোর কথা থাকলেও এবার কম আসছে। ২০ থেকে ৩০ লাখ ডোজ টিকা আসবে।

গত বছরের ৫ই নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি হয়। গত ২৫শে জানুয়ারি ভারতের সিরামের প্রস্তুত করা এই ভ্যাকসিনের প্রথম চালান ঢাকায় পৌঁছেছিল। তখন মোট ৫০ লাখ ডোজ আসে।  এর আগে ভারতের উপহার হিসেবে দেশে ২০ লাখ টিকা আসে।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন