আর্কাইভ থেকে আন্তর্জাতিক

বিশ্বে করোনা আক্রান্ত সাড়ে ৫ কোটি ছাড়ালো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়ালো। সব শেষ ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে বিশ্বজুড়ে ৫ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার ৫২৯ জন। মৃত্যুর সংখ্যা ১৩ লাখ ৩২ হাজার ৩২৮ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার ৪৪১ জন।  

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে একদিনেই আক্রান্ত ৬ লাখ ৪৩ হাজার ৬৪৩ জন। মোট আক্রান্ত ৫ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৯৮১ জন। একদিনে মারা গেছে ৯ হাজার ৬৬৯ জন। মোট মৃতের সংখ্যা ১২ লাখ, ৯৯ হাজার ৪০৭ জন। 

করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ১ কোটি লাখ ১৫ হাজার ৩৮ হাজার। মোট মারা গেছে ২ লাখ ৫২ হাজার ৬৫১ জন। একদিনে আক্রান্ত  ১ লাখ ৬২ হাজার ১৪৯ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়। তবে দেশটিতে দৈনিক আক্রান্তের হার কিছুটা কমলেও অনেক দেশ থেকে বেশি। গেলো ২৪ ঘণ্টার হিসাবে দেশটিতে একদিনে আক্রান্ত ২৮ হাজার ৫৫৫ জন। মোট আক্রান্ত ৮৮ লাখ ৭৪ হাজার ১৭২ জন। মোট মারা গেছে ১ লাখ ৩০ হাজার ৫৫৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৫৮ লাখ ৭৬ হাজার ৭৪০ জন। মোট মারা গেছে ১ লাখ ৬৬ হাজার ৬৭ জন। একদিনে আক্রান্ত ১৩ হাজার ৬৪৭ জন।

এছাড়াও ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে গেলো ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ হাজার, ইতালিতে ২৭ হাজার, স্পেনে ১২ হাজার ও ফ্রান্সে ৯ হাজার মানুষ।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন