আর্কাইভ থেকে বাংলাদেশ

এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়-সূচি প্রকাশ করলো মন্ত্রণালয়

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়-সূচি প্রকাশ করেছে শিক্ষামন্ত্রণালয়। এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর আর এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর।

রোববার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েভ সাইডে এ সময়-সূচি প্রকাশ করা হয়।

এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু নৈর্বাচনিক বিষয়ে। অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হবে।

চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেয়া হবে না। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট এবং ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিনে (১৪ নভেম্বর) চলতি বছরের দাখিল পরীক্ষাও শুরু হবে। ২৩ সেপ্টেম্বর ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

এইচএসসি পরীক্ষার সময়-সূচি দেখতে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার সময়-সূচি দেখতে ক্লিক করুন

 

এ সম্পর্কিত আরও পড়ুন