আর্কাইভ থেকে ক্রিকেট

ইমরানের ব্যায়ামের ছবি ভাইরাল

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্যোশাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন। স্যোশাল মিডিয়াতে প্রায়ই তিনি তার জীবনের নানান মুহূর্তের ছবি এবং ভিডিও শেয়ার করে ভক্ত ও অনুরাগীদের চমকে দেন। এবারও তার ব্যত্যয় ঘটালেন না।

রোববার (২৬ সেপ্টেম্বর) তিনি তার ইনস্ট্রাগ্রামে ১৯৮৪ সালের একটি দুর্লভ ছবি প্রকাশ করেছেন। যেখানে তাকে ব্যায়াম করতে দেখা যাচ্ছে। 
 
ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রী ইমরান খান এর ক্যাপশনে লিখেছেন সিটি হায়দে পার্ক ক্লাব জিমনেশিয়াম ইন ক্যাস্টলারিগ স্ট্রিট ২২ অক্টোবর ১৯৮৪। মূলত ইমরান খান ওই সময়ে লন্ডনে অবস্থান করছিলেন। 
 
ছবি প্রকাশ করতে না করতেই লাইক, শেয়ার এবং কমেন্টের ঝড় ওঠে। ছবিটি প্রকাশ করার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ৭০ হাজার লাইক পড়ে এবং ৯০০ জন কমেন্ট করেন। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পুরো নাম আহমেদ খান নিয়াজী। ১৯৫২ সালের ৫ অক্টোবর লাহোরে জন্মগ্রহণ করেন ইমরান খান৷ ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন ইমরান৷ ১৯৬৮ সালে ষোলো বছর বয়সে লাহোরের হয়ে সারগোরার বিরুদ্ধে প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেন তিনি৷

ক্রিকেটের প্রতি ইমরান খানের আগ্রহ এবং লেগে থাকাই তাকে দ্রুত স্থান করে দেয় পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে৷ ১৯৭০ সালে যখন দলে ডাক পান, তখনও তার পড়াশোনাই শেষ হয়নি৷

বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন বলা হয় তাকে৷ তার অধিনায়কত্বে পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করে৷

১৯৯৬ সালে রাজনীতিতে যোগ দেন ইমরান৷ গঠন করেন তেহরিক-ই-ইনসাফ পার্টি৷ এপর বিভিন্ন চড়াই উৎড়াই পার হয়ে শেষ পর্যন্ত তিনি পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 

পাক এই প্রধানমন্ত্রী তরুণদের কাছেও ভীষণ জনপ্রিয়। পাকিস্তানের তরুণদের মন দ্রুতই জয় করে নিয়েছেন ইমরান খান৷ তার ‘নতুন পাকিস্তান’ স্লোগান তরুণ প্রজন্মের মুখে মুখে৷ 

সূত্র: জিও নিউজ

এস

এ সম্পর্কিত আরও পড়ুন