আর্কাইভ থেকে দেশজুড়ে

বাসের ধাক্কায় এ্যাম্বুলেন্সে থাকা নবজাতকের মৃত্যু

বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টি এলাকায় বাসের সাথে এ্যাম্বুলেন্সের ধাক্কা লাগলে এ্যাম্বুলেন্সে থাকা এক নবজাতকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন৷

সোমবার দুপুরে রামপট্টি এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটলে আঘাত পেয়ে ঘটনাস্থলেই চার দিনের ওই নবজাতকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম মৃত্যু ও আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন