রোহিঙ্গা নেতা হত্যা : ২ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মাস্টার মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ রায় ঘোষণা করেন।
দুই আসামি হলেন— মোহাম্মদ সলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম ও শওকত উল্লাহ। তারা দুজনই রোহিঙ্গা।
এর আগে পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে কক্সবাজারের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ্ তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গেলো বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করা হয়। যার বাদী নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।