ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু
জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতি মারা যান। একই সময়ে আরও একজন আহত হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথে তিনি মারা যান।
রোববার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামের ভোলা সরদারের ছেলে সুন্দর আলী (৬৫), তার নাতি রফিক সরদার (১৪) ও মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৪৬)।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বিকেল ৩টার দিকে বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করছিলেন সুন্দর আলী ও ফিক সরদার। একপর্যায়ে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের বজ্রপাতে তিনজনের মত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।