সাধারণ মানুষের সঠিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর আহ্বান
উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখার পাশাপাশি, সাধারণ মানুষ যেন সঠিক সেবা পায়, সেটা মাথায় রেখেই প্রশাসনিক কর্মকর্তাদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে, গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত, আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান, তিনি।
এসময় বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সব সময় এটা মাথায় রাখতে হবে এই দেশ আমাদের। এই মাটি আমাদের। এই মানুষ আমাদের। তাদের ভাগ্য পরিবর্তন করা এবং একটা সুন্দর জীবন দেওয়াটাই হচ্ছে লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে মূল চালিকা শক্তি হচ্ছে এই মাঠ প্রশাসন। কাজেই আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সেভাবে পালন করবেন। এটাই আমি চাই।
শেখ হাসিনা বলেন, আমি জানি অনেকেই এই করোনাকালীন মানুষের সেবা করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। প্রশাসনের সবাই টিকাদান কর্মসূচিতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং টিকা দিয়ে যাচ্ছেন। এতো সুন্দরভাবে টিকাদান কর্মসূচিগুলো চলছে, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
এছাড়া, চলমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে, সবাইকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন জ্ঞান অর্জনেরও তাগিদ দেন, সরকার প্রধান। করোনা ভ্যাকসিন প্রসঙ্গে নিয়ে তিনি বলেন, দেশের কোনো মানুষই টিকা বঞ্চিত থাকবে না।