শেষ হলো বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ
স্লোগানে স্লোগানে সারাদিন উত্তাল হয়ে থাকল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিচালকদের সমর্থকরা মাতিয়ে রাখলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ব্যানার-ফেস্টুনের সাজ-সজ্জা কয়েকদিন ধরেই চলছিল। সবকিছুর কেন্দ্র ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন।
বুধবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় শুরু হয়ে সেটি শেষ হয়েছে বিকেল পাঁচটায়। কাউন্সিলররা বোর্ড দিতে এসেছেন দামি গাড়িতে চড়ে। ফলাফল ঘোষণার আগেই কোনো কোনো পরিচালক প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন ফুল দিয়ে।
দুপুর দুইটার দিকে ভোট দিতে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুভাকাঙ্ক্ষীদের চাপে গেটেই নামতে হয় তাকে। হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান পাপনও। বিসিবির মসনদে ফের তার বসা এক রকম চূড়ান্ত।
আজ (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। এখন ফল ঘোষণার অপেক্ষা। আজই ঘোষণা করা হবে প্রাথমিক ফল। আগামীকাল জানানো হবে চূড়ান্ত ফল। ১৪টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছিলেন ১৯ জন। বাকিরা আগে থেকেই নির্বাচিত হয়ে গেছেন।