সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা
ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়া ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নামে মামলা করেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছেন, সুরেন্দ্র কুমার সিনহা তার নিজ নামে রাজউক থেকে উত্তরা আবাসিক এলাকায় একটি প্লট বরাদ্দ পান।
পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে তার ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে সেটি বরাদ্দ নেন। এরপরও প্রভাব খাটিয়ে তিন কাঠার প্লটটিকে পাঁচ কাঠার প্লটে রূপান্তর করেন।
মামলার এজাহারে বলা হয়, এসকে সিনহা অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে নিজের ভাই ও নিজের আত্মীয়ের নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের কোনও বৈধ উৎস নেই।