বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যাকান্ডে জড়িত ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
বিশ্ববিদ্যালয় ছাত্র কেশব রায় পাপন হত্যাকান্ডে জড়িত ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে, তেজগাঁও থানা পুলিশ। ঘটনাস্থলের আশেপশে ৭১টি সিসি ক্যামরার ফুটেজ বিচার বিশ্লেষণ করার পাশাপাশি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, হত্যাকান্ডে জড়িত জুয়েলের দেয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর ও মামুনকে আলাদা স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে, একই ঘটনায় গাজীপুরের টঙ্গী থেকে তুহিন নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে র্যাইব।
গেল ৫ অক্টোবর তেজগাঁও মেরিন রেস্তোরার সামনে সাইকেল আরোহী কেশবকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থা ফেলে যায় ছিনতাইকারীরা। পরে হাসপাতালে নিলে তিনি মারা যান।