নবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ঢাকার নবাবগঞ্জে ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার মহব্বতপুর নওজোয়ান ক্লাবে এ কর্মসূচির আয়োজন করেন ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব।
মহব্বতপুর নওজোয়ান ক্লাবের পরিচালনায় ও প্রবাসী রইসুজ্জামানের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও সেরা রক্তদাতাকে সনদ প্রদান করা হয়। জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহব্বতপুর নওজোয়ান ক্লাবের সভাপতি কাজী আব্দুর রশিদ অনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম মিলন, সদস্য কাজী নইম মোশাররফ, মোস্তফা সারোয়ার, ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সাজিদ হোসেন, সাধারণ সম্পাদক পনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমন ইসলাম সহ অন্যান্য সদস্য ও এলাকাবাসী।